তেঁতুলিয়া নদীতে অভিযান ॥ ড্রেজার ও বলগেট জব্দ, জরিমানা

নিউজ ডেস্ক।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ১ ব্যক্তিকে আটক এবং ১টি ড্রেজার ও ৫ হাজার ঘনফুট বালুসহ ১টি বলগেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ১টি ড্রেজার ও ১টি বলগেট জব্দ এবং আটককৃত ব্যক্তিকে জরিমানা করা হয়।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপক্ষো করে দীর্ঘদিন যাবত একটি মহল বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আছে। তারই ধারাবহিকতায় বৃহস্পতিবার তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালন অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ১টি ড্রেজার ও ৫ হাজার ঘনফুট বালুসহ ১টি বলগেটসহ ১ ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালত আকটকৃত ওই ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার ও ৫ হাজার ঘনফুট বালুসহ জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার ও বালুসহ বলগেট মির্জাকালু নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এর জিম্মায় প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন ও মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE