তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাসনে বিএনপির শান্তি সমাবেশ।

 

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশের আয়োজন করেছে চরফ্যাসন বিএনপি।এসময় চরফ্যাসনের সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,যুগ্ম সম্পাদক গোলাম আক্তার মইন,সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন মীর ছায়েদ,যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,শ্রমিক দল সভাপতি মীর আবুল কালাম আজাদ, মৎস্যজীবি দল সভাপতি আমজাদ হোসেন সোহাগ খান,কৃষকদল সভাপতি নুরুল ইসলাম, মাদ্রাজ ইউনিয়ন বিএনপি সম্পাদক শাহিন মালতিয়া,ছাত্রদল সভাপতি আলী মুুর্তজা, ইউছুফ আবিদ প্রমুখ।এরআগে উপজেলার ২১ টি ইউনিয়ন থেকে দলে দলে যোগদিয়ে জনসভাকে জনসমুদ্রে পরিনত করেন বিএনপি’র নেতাকর্মীরা।এসময় বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার জ্যেষ্ঠ পুত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়াও চরফ্যাসন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন তারা।

ভোলা নিউজ / টিপু সুলতান

 

 

 

 

 

 

SHARE