তজুমদ্দিন প্রতিনিধি। ভোলা তজুমদ্দিনে গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে চাঁদপুর ২নং ওয়ার্ড কামাল হুজুর বাড়ির চাঁদপুর কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. রিয়াজের উপর ফরহাদ ও তার ভাই হোসেনসহ ৮/১০ জন ধারালো অশ্রু নিয়ে অতর্কিত হামলা করেন। সূত্রে জানা যায়, প্রভাষক রিয়াজ পরীক্ষার ডিউটি শেষ করে এসে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ বাহিনী পূর্বপরিকল্পিতভাবে বাগানে সুপারি পাড়তে যায়। মাওলানা মো. রিয়াজ (৩২) খবর পেয়ে তাৎক্ষণিক বাঁধা দিতে গেলে তারা রিয়াজকে অতর্কিত হামলা করে।এ সময় রিয়াজের ভাই শামিম ও তার চাচাসহ ৩ থেকে ৪ জন ছাড়াতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে।তাদের চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের দ্রুত তজুমদ্দিন সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করে।তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক বলেন- মামলা করলে পুলিশ সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবেন।হামলাকারী হোসেন বলেন, রিয়াজরা বহুবছর ধরে আমাদের জমি দখল করে রেখেছে। আমরাও হতাহতের স্বীকার হয়েছি।
ভোলা নিউজ / টিপু সুলতান