তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

 

 

 

কাজী মাহমুদুল হাসান
তজুমদ্দিন প্রতিনিধি :

 

ভোলার তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ মাছ ধরা, মজুদ, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় রোধে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা যেকোনো মূল্যে মা ইলিশ রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জেলেদের ভবিষ্যৎ মৎস্য আহরণের স্বার্থে এ কয়েকটি দিন আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, কোস্টগার্ডের তজুমদ্দিন আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার জমির, ওসি তদন্ত এনায়েত হোসেন, যুবলীগ সভাপতি শহীদুল্লাহ কিরন, মৎস্য আড়তদার সমিতির সভাপতি হাসেম মহাজন, ইউপি সদস্য নূর হাফেজ সহ অন্যরা।

SHARE