তজুমদ্দিনে ভোটপূর্ব সহিংসতাকে কেন্দ্র করে নতুন হামলার সৃষ্টি

 

 

মোঃ খায়েরউদ্দিন বাহাদুর তজুমদ্দিন প্রতিনিধি ঃ  তজুমদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিন শম্ভুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময় মটর সাইকেল ও নৌকা প্রতীক কর্মীদের মধ্যে একে অন্যের সাথে তর্ক বিতর্ক ও হুমকি দেয়া হয়। যার যের টেনে গতকাল রোজ শুক্রবার গোলকপুর গ্রামে ফকির হাট বাজারের দক্ষিন পাশে পাটওয়ারী বাড়িতে গিয়ে অতিথির উপর স্থানীয় চেয়ারম্যান জনাব মোঃ রাসেল মিয়ার কর্মী বাহিনী হামলা চালায় এবংএকজনকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যায় ।চেয়ারম্যানের উপস্থিতিতে ও তাকে ব্যাপক মারধোর করে বলে জানা যায় ।পরে ঘটনার সত্যতা জানার জন্য শমভুপুর ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়াডের মহিলা মেম্বার রোকেয়া বেগম ও তার স্বামী জনাব মোঃ হাবিবুল্লাহ পাটোয়ারী  বিকাল নাগাদ ফকির হাট বাজারে গিয় চেয়ারম্যানকে উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি তাদের উপর রেগে যান এবং তাদের সাথে তর্কে জড়িয়ে যান। এক পর্যায়ে চেয়ারম্যান চড়াও হয়ে তাদের উপর আক্রমণ চালায় ।এ ঘটনার এক পর্যায়ে হাবিবুল্লা পাটওয়ারী মারাত্মকভাবে আহত হন ।আজ শনিবার বিকাল ৫ টার দিকে তিনি একটি সংবাদ সম্মেলন করে ভোলা তিন আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব নুরনবী চৌধুরী শাওন এর মাধ্যমে দলীয় হাই কমান্ডের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করেন ।তিনি আরো বলেন আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভুগছি,, জন নেত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ আমরা বিগত দিনে নির্যাতিত হয়েও আওয়ামীলীগ করেছি, আমরা আওয়ামীলীগ করে যদি ভুল করে থাকি তাহলে আপনি আমাদের শাশ্তি দিন, আর না হয় এ ঘটনার সঠিক বিচার করুন ।।

SHARE