মো:ইমরান হুসাইন মুন্না:
ফেনীর আলোচিত সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলাটি শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মামলাটি হাইকোর্টে শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে বিচারিক আদালতের রায়ের চার মাসের মাথায় এ মামলা হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত হলো।
আদালতের একাধিকসূত্রে জানা গেছে, আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিল শুনানির জন্য বিচারপতি সৌমেন্দ্র সরকার ও শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল আদালতের কার্যতালিকায় ওঠার অপেক্ষায়। ওই মামলায় গত বছরের ২৪শে অক্টোবর রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাতকে হত্যার দায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদ- দেয়া হয়। এরপর ২৯ অক্টোবর ডেথ রেফারেন্সের জন্য নুসরাত হত্যা মামলার রায়সহ নথিপত্র হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায়, যা ১৪০/১৯ নম্বর ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।