ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক: ভোলানিউজ.কম,

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে নওগাঁ বাইপাস সড়কের কোমাই গাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুইজন হলেন, নওগাঁ শহরের আরজী দপ্তরী পাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে সোয়েব (২৮) এবং একই মহল্লার রেজাউন নবীর ছেলে অনিক (২৭) ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে সোয়েব ও অনিক মোটরসাইকেলে করে বাইপাস সড়ক দিয়ে বশিপুর এলাকায় যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর সামনের দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। স্থানীয়দের দেয়া খবরে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

(আল-আমিন এম তাওহীদ, ২৩মে-২০১৮ইং)

SHARE