ভ্যানে থাকা পুলিশের এক কনস্টেবল জানালেন, তারা রোস্টার অনুযায়ী এই এলাকায় ডিউটি করে থাকেন। আলিশা মার্টে দিন দিন গ্রাহকদের ভিড় বাড়ছে। কখন কী ঘটনা ঘটে যায় তা বলা যায় না। তাই তারা মাঝে মাঝে ভ্যান নিয়ে এখানে দাঁড়িয়ে থাকেন। আর কর্তব্যরত এস আই আলিশা মার্টের অফিসে গিয়ে পরিস্থিতি দেখে আসেন।
সবুজ নামে আলিশা মার্টে পণ্যের জন্য আবেদনকারী এক গ্রাহক কান্নাজড়িত কণ্ঠে জানান, আলিশা মার্টের অফার পেয়ে তিনি মোটরসাইকেল কেনার ১২ লাখ টাকা দেন। কিন্তু, গত ৪ মাস ধরে তার পণ্য ডেলিভারি দেয়া হয়নি। তিনি আরও জানান, তার এখন শঙ্কা যে, তিনি আর পণ্য পাবেন না। এই ভয়ে তিনি আলিশা মার্টে আবেদন করেছেন যে, তার অর্থ যাতে ফেরত দেয়া হয়। ওই টাকা ফেরত না পেলে তাকে পথে বসতে হবে বলে তিনি জানান। আশরাফুল ইসলাম নামে আরেক গ্রাহক জানালেন, আলিশা মার্টে তিনি একটি ফ্রিজ কেনার জন্য ৬ মাস আগে আগাম টাকা দিয়েছেন। কিন্তু, তার ফ্রিজ এখনো দেয়া হয়নি। তিনি প্রত্যেকদিন একবার করে আলিশা মার্টের অফিসে আসেন তার টাকা ফেরত নেয়ার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একটি থানার এস আই জানান, তিনি একটি পণ্য কেনার জন্য ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন আলিশা মার্ট কর্তৃপক্ষকে। কিন্তু ৩ মাস হলো তার পণ্য ডেলিভারি দেয়া হয়নি। শুধু তারা ঘোরাচ্ছে।
এ বিষয়ে বনানীর অফিসে আলিশা মার্টের এক মার্কেটিং কর্মকর্তাকে গ্রাহকের পণ্য ডেলিভারির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। গত ১লা জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আলিশা মার্টের অনলাইন শপিংয়ের যাত্রা শুরু হয়। আলিশা মার্টের বর্তমানে ১৯টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। কমমূল্যের কারণে ওই প্রতিষ্ঠানে লোকজন হুমড়ি খেয়ে পড়ে।
সবুজ নামে আলিশা মার্টে পণ্যের জন্য আবেদনকারী এক গ্রাহক কান্নাজড়িত কণ্ঠে জানান, আলিশা মার্টের অফার পেয়ে তিনি মোটরসাইকেল কেনার ১২ লাখ টাকা দেন। কিন্তু, গত ৪ মাস ধরে তার পণ্য ডেলিভারি দেয়া হয়নি। তিনি আরও জানান, তার এখন শঙ্কা যে, তিনি আর পণ্য পাবেন না। এই ভয়ে তিনি আলিশা মার্টে আবেদন করেছেন যে, তার অর্থ যাতে ফেরত দেয়া হয়। ওই টাকা ফেরত না পেলে তাকে পথে বসতে হবে বলে তিনি জানান। আশরাফুল ইসলাম নামে আরেক গ্রাহক জানালেন, আলিশা মার্টে তিনি একটি ফ্রিজ কেনার জন্য ৬ মাস আগে আগাম টাকা দিয়েছেন। কিন্তু, তার ফ্রিজ এখনো দেয়া হয়নি। তিনি প্রত্যেকদিন একবার করে আলিশা মার্টের অফিসে আসেন তার টাকা ফেরত নেয়ার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একটি থানার এস আই জানান, তিনি একটি পণ্য কেনার জন্য ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন আলিশা মার্ট কর্তৃপক্ষকে। কিন্তু ৩ মাস হলো তার পণ্য ডেলিভারি দেয়া হয়নি। শুধু তারা ঘোরাচ্ছে।
এ বিষয়ে বনানীর অফিসে আলিশা মার্টের এক মার্কেটিং কর্মকর্তাকে গ্রাহকের পণ্য ডেলিভারির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। গত ১লা জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আলিশা মার্টের অনলাইন শপিংয়ের যাত্রা শুরু হয়। আলিশা মার্টের বর্তমানে ১৯টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। কমমূল্যের কারণে ওই প্রতিষ্ঠানে লোকজন হুমড়ি খেয়ে পড়ে।