জ্যকবের চরফ্যশনে অন্য রকম বিএনপি পাল্টে যাচ্ছে হিসাব

চরফ্যশন প্রতিনিধিঃ

ভোলা নিউজ-২৭.১১.১৮

প্রায় ১০ বছর পর চরফ্যশনের রাস্তা বিএনপির দখলে। জ্যাকবের চরফ্যশনের এমনটা দেখা যায়নি আওয়ামীলীগের গত দুই আমলে। সবাই যখন ভোলা ৪ এর ভোটের রাজনিতি নিয়ে অন্যরকম হিসেব মিলাতে ব্যাস্ত ঠিক তখনি নাজিম উদ্দিন আলমের এমন আগমন নিমিষেই পাল্টে দিয়েছেন সকল হিসেব নিকেশ। ভোলা ৪ এ বড় ধরনের প্রতিদন্দিতার চ্যালেঞ্জে পরতে যাচ্ছেন উপমন্ত্রী জ্যাকব এমনটাই মনে করছেন ভোলার রাজনৈতিক বিশ্লষকরা।

আজ দীর্ঘ বিরতিতে বিএনপি দলীয় প্রার্থী সাবেক এমপি নাজিম উদ্দিন আলম  তাঁর নির্বাচনী এলাকা চরফ্যাশনে আসছেন  এমন খবরে সকাল থেকে উপজেলার ২০টি ইউনিয়নের দলীয় হাজার হাজার নেতাকর্মী উপজেলা সদরে সমবেত হয়। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী মাইক্রো বাসটি চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছলে তিনি নেমে অপেক্ষমান নেতাকর্মীদের সাথে হেঁটে শরিফ পাড়ার তার নিজের বাসায় যান।বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোলা-৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী নাজিম উদ্দিন আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা সহকারী রিটানিং অফিসার ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন আলম। এসময় তার সাথে ছিরেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, পৌর বিএনপি সভাপতি নুরু সিকদার, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা মাকসুদুর রহমান, বিএনপি নেতা জাকির হোসেন বাবলু, গোফরান মহাজন, নীল কমল ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, যুব নেতা জাহিদুল ইসলাম রাসেল। মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে নতুন করেপ্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে।

SHARE