জনপ্রতিনিধিত্ব নামে অনিয়ম ও দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এমপি শাওন

মোঃ ফারহানঃ-

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে মানুষ ঘরে থাকায় কর্মহীন হয়ে পড়েছে। আর প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন মানুষকে খাদ্যসহায়তা দেয়া হচ্ছে। এমন সময় কোনো জনপ্রতিনিধি যদি অনিয়ম ও দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার সকালে ভোলার লালমোহন চৌরাস্তা মোড় এলাকায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, ভালো কাজের মধ্য দিয়ে এ সময় মানুষের কাছে দাঁড়িয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। মানুষের সেবায় নিয়োজিত থাকলে মানুষও পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।

SHARE