ইব্রাহিম আকতার আকাশ,: ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় বাবা সেলিম মাঝির লাশ উদ্ধারের একদিন পর ভেসে উঠল ছেলে মিরাজ হোসেনের মরদেহ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় জেলেরা ঢালচর ইউনিয়নের বয়ারচর সংলগ্ন মেঘনা নদী থেকে মিরাজের ভাসমান মরদেহ উদ্ধার করে। এর একদিন আগে গতকাল বিকেলে একই স্থান থেকে বাবা সেলিম মাঝির মরদেহ উদ্ধার হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইয়েদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মিরাজ হোসেন দক্ষিণ আইচা থানা এলাকার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেলিম মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে সেলিম মাঝি ও তাঁর ৯ বছর বয়সী ছেলে মিরাজ হোসেন ঢালচর ইউনিয়নের বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। নদী থেকে জাল টানতে গিয়ে অসাবধানতাবশত মিরাজ নদীতে পড়ে যায়। তখন ছেলেকে বাঁচাতে বাবাও নদীতে লাফিয়ে পড়ে। বাবার শরীর নদীতে থাকা জালের সঙ্গে পেঁচিয়ে যায়। যাঁর কারনে তিনি নৌকায় উঠতে পারেননি।
ওসি জানান, সেলিম মাঝির নৌকাটি একটি ছোট ডিঙি নৌকা। তাঁরা বাবা-ছেলে নৌকাটি নিয়ে নিয়মিত মাছ ধরত। ছেলে নদীতে পড়ে যাওয়ায় বাবা ছেলেকে বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে। যাঁর কারনে এ দুর্ঘটনা ঘটেছে। সেলিম মাঝির লাশ গতকাল বিকেলে এবং তার ছেলে মিরাজ হোসেনের লাশ আজ দুপুরে উদ্ধার হয়েছে।
এদিকে বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে চর মানিকা ইউনিয়নে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। মৃতদের বাড়িতে চলছে আহাজারি।
ভোলা নিউজ / টিপু সুলতান