চলে গেলেন ভোলার আইনজীবীদের প্রিয় সরমান ভাই!! শোক

 

টিপু সুলতান।। চরফ্যাশন বারের সভাপতি, সাবেক চেয়ারম্যন অ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান আজ সকালে নাফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুর খবরে চরফ্যশন জুড়ে শোকের ছায়া নেমে আসে। আমিনুল ইসলাম সরমান দীর্ঘদিন ধরে চরফ্যশন কোর্টের পিপি’র দায়িত্ব পালন করে আসছেন। আইন পেশায় দীর্ঘদিন ধরে চরফেশনের মানুষের সেবা দেয়ায় তার মৃত্যুর খবরে উপজেলা জুড়ে শোকের মাতম দেখা গেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চরফ্যাশন ও ভোলা বারের নেতা ও এডভোকেটরা। এই হাসোজ্জল মানুষটির মৃত্যুতে ভোলার সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংঘঠনের নেতারাও গভীর শোক প্রকাশ করেছে। ভোলা বারের পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভু মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন মহান আল্লাহ যেন এই ভালো মনের মানুষটিকে জান্নাত এর মেহমান হিসেবে কবুল করেনন। ভোলাবারের সাবেক সভাপতি সালাউদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক নুরুল আমিন নুরনবী, বর্তমান সভাপতি ফরিদুর রহমান ও সম্পাদক মহবুবুর রহমান লিটুও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে তার ছোটবড় ভুল গুলোর জন্য ক্ষমা প্রর্থনা করে জান্নাত কামনা করেন।

SHARE