চরফ্যাসনে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

 

নাজিম উদ্দিন চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ঘূর্ণিঝড় রেমালে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে মোঃ গাজি (৬০) নামের গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুলাহরাট থানার আহাম্মদপুর ৯নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। গাছ কাটা শ্রমিক মোঃ গাজি উপজেলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের দক্ষিণ চর মঙ্গল গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আঃ খালেক মাঝির ছেলে।নিহতের ছোট ভাই মাওলানা মোঃ জসিম উদ্দিন জানান, নিহত মোঃ গাজি গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার সকালে তার বড় ভাই গাজি আহাম্মদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলামের বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতা বসত গাছের একটি ডাল তার বুকে চাপা দিলে তিনি মাটিতে পরে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

ভোলা নিউজ /টিপু সুলতান

SHARE