মোঃ আল-আমিন শিক্ষা প্রতিনিধি // ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. শান্ত(১৭) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন মো. আসাদ নামের আরো এক ছাত্র। পথচারীরা গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. শান্তকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত মো. আসাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বুধবার সকালে চরফ্যাসন-বেতুয়া লঞ্চঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শান্ত এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের আবুল কালামের ছেলে। প্রত্যক্ষদশীরা জানান, দুই কিশোর সকালে মোটরসাইকেল যোগে চরফ্যাশন সদর থেকে বেতুয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন। তাদের দ্রæতগামী মোটরসাইকেলটি রাস্তায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এসময় আরোহীসহ দু’জনই গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। নিহতের স্বজন জামাল উদ্দিন চকিদার জানান,নিহত মো. শান্তর এক আত্নীয় তাদের পরিবারের জন্য ঢাকা থেকে লঞ্চযোগে কিছু মালামাল পাঠান। সকালে শান্ত ও তার বন্ধু আসাদ বেতুয়া ঘাটের লঞ্চ থেকে ওই মালামাল আনতে মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পরে অপরিচিত এক ব্যাক্তি তাদের ফোন দিয়ে জানান তারা মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এমন খবরে স্বজনরা হাসপাতালে ছুটে গেলে কর্মব্যরত চিকিৎসক শান্তকে মৃত বলে জানান এবং গুরুতর আহত কিশোর আসাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।