চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার ফরিদাবাদ গ্রামের সাংবাদিক আমির হোসেন এর পিতা নুরুল ইসলামের কাছ থেকে চাদাঁদাবীর ঘটনায় ৩ আসামীর ৫ বছর ৩মাস ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাস সশ্রম কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার উক্ত আদালতের বিচারক মো নুরুল ইসলাম এই রায়ের ঘোষনা করেন। আসামীরা হলেন, মৃত হাজী ইউনুছ মাঝির ছেলে মোস্তফা মাঝি, মিলন মাঝি ও মোস্তফা মাঝির ছেলে ফারুক মাঝি। তাদের মধ্যে মোস্তফা মাঝি পলাতক রয়েছে। মিলন মাঝি ও ফারুক মাঝি আদালতে হাজির হলে তাদেরকে আদালত জেল হাজতে প্রেরণ করেন। আদালত সূত্রে জানা গেছে, তাদের চাঁদাবাজীর জন্যে ৫বছর, ৩২৩ধারার জন্যে ৩মাস কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাস কারাদন্ড দেয়া হয়েছে।উল্লেখ্য, ১৯ জুন/২০১৭ সালে নুরুল ইসলাম, সাংবাদিক নোমান চৌধুরী ও সিরাজুল ইসলাম তাদের নিজেদের জমি চাষাবাদ করতে গেলে আসামীদেরকে –চাঁদা দিতে হবে। চাঁদা না দেয়া মারধর করেন। ওই সময় তাদের রিরুদ্ধে নুরুল ইসলাম বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেন। মামলাটি সেশন ৬৫/২০১৮ অতিরিক্ত দায়রা জজ আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে মঙ্গলাবার এই রায় প্রদান করেন। এলাকায় দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। চাঁদাবাজী, অন্যোর জমি দখল, সাংবাদিক পরিবারের ওপর হামলা ও ঘর ভাংচুর করা সহ একাধিক অভিযোগ রয়েছে। সাজা প্রাপ্ত আসামিরা একাধিক মামলার আসামি।