চরফ্যশনের চেয়ারম্যান খোকনের বিরুদ্ধে হত্যা মামলা

মিলি সিকদারঃ
চরফ্যাশনের আলীগাওয়ে জায়গা-জমির দ্বন্দ্বে এওয়াজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম খোকনের নির্দেশে স্থানীয় সংখ্যালগু ধীরেন চন্দ্র দেবনাথকে পিটিয়ে হত্যা করেছে চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরা। আজ নিহত ধীরেন এর স্ত্রী চেয়ারম্যানকে মুল আসামী করে সংশ্লিষ্ট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে জানা যায় নিহত ধীরেন পৈত্রিক ওয়ারিশ সূত্রে আলীগাঁওয়ে এবং এওয়াজপুরে প্রায় 6.23 একর জমির মালিক। উক্ত জমি আত্মসাৎ করার জন্য এওয়াজপুরের চেয়ারম্যান বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করে এবং নিহত ধীরেন এবং তাহার স্ত্রী ও ছেলের নামে মিথ্যা মামলা করে। পরবর্তীতে ধীরেন চেয়ারম্যানের কু-কীর্তি তাহার ইউনিয়ন এর চেয়ারম্যান এবং স্থানীয় এমপিকে জানাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হইয়া ধীরেনকে হত্যা করার পরিকল্পলা করে বলে জানা যায়। নিহতের স্ত্রী ভগবতী রানী উক্ত ষড়যন্ত্রের আভাস পাইয়া মোকাম বিজ্ঞ চরফ্যাশন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমপি ৪৩/২০১৯ নং মোকদ্দমা দায়ের করেন। পরবর্তীতে বিগত 19/04/2019 ইং তারিখে এওয়াজপুরের খোকন চেয়ারম্যানের নির্দেশে তাহার সাঙ্গপাঙ্গরা প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ধীরেনকে এবং গুরুতর আহত করে ধীরেন এর স্ত্রী ভগবতী রানীকে। চেয়ারম্যান এবং তাহার সাঙ্গপাঙ্গদের ভয়ে এলাকা ছাড়া নিহত ধীরেন এর পরিবার।
আজ এওয়াজ পুরের চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলাটি চরফ্যাশন থানাকে এফাআইআর হিসেবে গ্রহন করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মনিরুল ইসলাম ও এডভোকেট আরিফুর রহমান।
ধীরেন হত্যা নিয়ে কাজ করছেন ভোলা নিউজের একাধিক ক্রাইম রিপোর্টার বিস্তারিত আসছে….

SHARE