চতুর্থ শ্রেনীর ফাইনাল পর্বের কুইজ সম্পূর্ণ

 

ভোলা নিউজ প্রতিবেদন।।  আজ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গনে চতুর্থ শ্রেণীর বাছাই পর্বের শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল পর্বের কুইজ প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে। ঝিঙেফুল ও চামেলি গ্রুপের চরম প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছেন বাছাই পর্বের প্রায় 30 জন শিক্ষার্থী।। আজকের সমাপনী পর্বে প্রত্যেক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে মেধা তালিকা যাচাইয়ের জন্য প্রস্তুতি করা হয়। চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে ১-৫০ পৃষ্ঠার আলোকে প্রশ্ন কুইজ সম্পূর্ণ করা হয়।। আগামী ১৬ ই ডিসেম্বর ২০২১ বিকেল ৩টায় শিক্ষার্থীদের ফলাফল প্রদান করা হবে ।।

SHARE