ঘূর্ণিঝড় “সিত্রাং” এর প্রভাবে মনপুরা উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এাণ প্রতিমন্ত্রী।।

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি। ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় সিএাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। এাণ বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ মোঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামরুল হাসান এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি’র) পরিচালক (প্রশাসন) আহমাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, ১ নং মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, দুই নং হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, ভোলা জেলা পরিষদের সদস্য কামরুন নাহার আইরিন। এছাড়াও উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মনপুরা উপজেলা টিম লিডার এরফান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগর, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুমন ফরাজী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আজম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বরসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপির) স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা।এাণ বিতরণের আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মনপুরা উপজেলার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। এ সময় জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আশ্বাস প্রদান করেন যে, সরকারের কাছ থেকে ক্ষতিগ্রস্তরা সাহায্য সহযোগিতা পাবে।
ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE