ইব্রাহিম আকতার আকাশ,: ঘন কুয়াশার কারনে ভোলার ভেদুরিয়া টু বরিশালের লাহারহাট নৌরুটে চলাচল করা ফেরি বন্ধ রয়েছে। এছাড়াও ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি কাবেরি মেঘনার একটি ডুবো চরে আটকা আছে। বিকল হয়ে আছে কলমিলতা নামে আরেকটি ফেরি।বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টা থেকে ভেদুরিয়া টু লাহারহাট নৌরুটে চলাচল করা ফেরি বন্ধ রাখে কতৃপক্ষ। ঘন কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের উচ্চমান সহকারী মো. হেলাল উদ্দিন ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত ৮ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত ভেদুরিয়া টু লাহারহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এটি কতৃপক্ষের নির্দেশ। ভোর ৫ টা অথবা সাড়ে ৫ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু বুধবার ভোর থেকে তেঁতুলিয়া নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। যার কারনে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশায় ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছে না। যার কারনে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯ টা) ভোলার ভেদুরিয়া টু বরিশালের লাহারহাট নৌরুটে চলাচল করা ফেরি বন্ধ রয়েছে।অপরদিকে ভোলার ইলিশা টু লক্ষ্মীপুরের মজুচৌধুরী নৌরুটে চলাচল করা ফেরি কাবেরি মেঘনার একটি ডুবো চরে আটকা আছে। এছাড়াও এ রুটে চলাচল করা কলমিলতা নামে আরেকটি ফেরি গত তিনদিন ধরে বিকল হয়ে আছে। ইলিশা ফেরিঘাটের প্রান্তিক সহকারী শাখাওয়াত হোসেন জানান, ইলিশা ফেরিঘাট থেকে মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি কাবেরি ঘন কুয়াশার কবলে পড়ে মেঘনার একটি ডুবো চরে আটকা আছে। ঘন কুয়াশা কেটে গেলে এবং নদীতে জোয়ার আসার পর সেটি মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও মজুচৌধুরী ঘাটে কলমিলতা নামে আরেকটি ফেরি বিকল হয়ে আছে। এই রুটে বর্তমানে ৪ টি ফেরি চলাচল করে। একটি বিকল অন্যটি চরে আটকা আছে। বাকি ২ টি চলাচল করছে। যার কারনে ফেরি সংকট রয়েছে। তবে ঘন কুয়াশার কারনে মাঝেমধ্যে কয়েকঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।এদিকে ভেদুরিয়া টু লাহারহাট রুটে ফেরি চলাচল বন্ধ এবং ইলিশা টু মজুচৌধুরী রুটে ফেরি সংকট থাকায় চারটি ঘাটের উভয় পাড়ে আটকা শতশত যানবাহন। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পরিবহন শ্রমিক, মালিক ও সাধারণ যাত্রীরা।ভেদুরিয়া ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাক চালক মাহে আলম কবির জানান, ভেদুরিয়া ফেরিঘাটে যানবাহনের তেমন কোনো চাও নেই। তবে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ কিছুটা বেড়েছে।অন্যদিকে ইলিশা ঘাটে বেগুন বোঝাই পিকআপ চালক নুরনবী জানান, এ রুটে ফেরি সংকট থাকায় গাড়ি পারাপার কম হচ্ছে। এছাড়াও ঘন কুয়াশায় ফেরি ধীরগতিতে চলছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. পারভেজ হোসেনের কাছে ফেরি সংকট থাকার বিষয়ে জানতে মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভোলা নিউজ / টিপু সুলতান