বিশেষ প্রতিনিধিঃভোলা নিউজ
গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত জাহাঙ্গীর মাদক কারবারি ও সন্ত্রাসী ছিল। জাহাঙ্গীর নগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) রুহুল আমীন সরকার জানান,সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় মাদকের অভিযানে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় ওই এলাকায় একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নেয়া জাহাঙ্গীরসহ কয়েকজন মাদক কারবারি ও সন্ত্রাসী গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পরে গোয়ান্দা (ডিবি) পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে এবং তার সঙ্গীয় অন্যরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত জাহাঙ্গীরের থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে ৬টি মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে।