ভোলা নিউজ ডেস্ক।। খেয়ে না-খেয়ে জীবন অতিবাহিত করছেন ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া ৪নং ওয়ার্ডের দিনমজুর রুহুল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (৪০), খোঁজ নিয়ে জানা যায়, নিত্য অভাবকে সঙ্গে নিয়ে দিন কাটে তার খেয়ে না খেয়ে। নিজের জায়গা জমি বলতে কিছু নেই ফাতেমা বেগমের। থাকার জন্য চরকচ্ছপিয়া গুচ্ছগ্রামে জনশূন্য অবস্থা একটি টিনের ঘর আছে। স্বামী অন্যের কাজকর্ম করে কোন রকম জীবন অতিবাহিত করছেন। তাদের তিন ছেলে মেয়ে রয়েছে। তারা হলেন, ছেলে রাকিব (৭) মেয়ে লামিয়া (৫) ফাহিমা (২) রাকিব ও ফাহিমা ঠিকমতো খাবার না খেতে পাড়ায় বর্তমানে অপুষ্টি হীনতা ভুগছেন বলে মা ফাতেমা বেগম জানান। সোমবারে ফাতেমা বেগমের আবাসনের ঘরে গিয়ে দেখা যায়, ছাপড়া টিনের ঘরের এক কােণে কোনো রকম একটা চৌকি তার উপরে একটা ময়লা বিছানা। রশিতে বাঁশ বেঁধে পুরাতন কিছু কাপড় টানিয়ে রেখেছেন ঘরে। ফাতেমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার কিছুই নাই। আমার স্বামী মানুষের ক্ষেতে খামারে দিনমজুরের কাজ করেন। কাজ করলে পেটে ভাত যায়, না করলে যায় না। এলাকায় কাজকর্ম না পেয়ে আমার স্বামী এক সপ্তাহ আগে ঢাকা গিয়েছে কাজের সন্ধানে এখনো কোনো টাকা-পয়সা পাঠায়নি তাই আমি এখন নিরুপায় হয়ে পড়ছি। ছেলে মেয়েদের কে নিয়ে। ছেলে রাকিব বলেন, ঠিকমত না খেয়ে এক বেলা এক মুঠো খেলে অন্য বেলা ঠিকমতো খেতে পারি না এজন্য আমি এখন অপুষ্টি হয়ে গেছি। স্থানীয়-ফারুক জানান, ফাতেমা বেগম খুব অভাগী। স্বামী ছেলে মেয়ে নিয়ে তিনি অনেক কষ্টে দিন যাপন করছেন। সরকারি কোন সাহায্য সহযোগিতা তারা ঠিকমতো পায় না। এ ব্যাপারে চরমানিকা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার বলেন ,ফাতেমা বেগম আমার কাছে কখনও আসে নাই। আমার জানা নেই। আমি এখন শুনেছি একটা ব্যবস্থা করে দিবো।