মনজু ইসলামঃ
ভোলার ইলিশা থেকে চরফ্যশনের দক্ষিণ আইচা ১২০ কিলোমিটার রাস্তা। এই জেলার ১৬ লক্ষ মানুষের চলাচলের জন্য এই একটাই রাস্তা। আর এই রাস্তাটি যখন তখন বন্ধ হয়ে যায় একটি অাসাধু চক্রের খাম্বা সন্ত্রাসে। রোগীদের বহন করা এ্যাম্বুলেন্স তো মামুলি ব্যপার ফায়ার সার্ভিস এমনকি প্রশাসনের কর্তা ব্যাক্তিরাও রেহায় পান না এই খাম্বা সন্ত্রাস থেকে। বিনা নোটিশে যখন তখন এই জনগুরুত্বপূর্ন মহাসড়কটি বন্ধ করে দেন খাম্বা সন্ত্রাসীরা। ভোলার বাংলা বাজার থেকে চরফ্যশন সড়কের দুই ধারে বৈদ্যুতিক খাম্বা ব্যবসায়ীরা ওই সড়কের উপর রেখে লোড আনলোড করায় একদিকে যেমন নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকা ব্যায়ে নির্মিত ভোলা চরফ্যশন সড়কটি, অন্যদিকে যখন তখন রাস্তা বন্ধ করে রোগীবাহী এ্যাম্বুলেন্সসহ যাত্রীদেরও সীমাহীন দূর্ভোগে ফেলছেন এই খাম্বা সন্ত্রাসীরা। চরফ্যাশনের দুলার হাট থেকে শুটকি মাছ নিতে আসা ট্রাক ড্রাইভার সামসুদ্দিন জানান, আমি দুলারহাট হাট থেকে আসতে এই পর্যন্ত ৪ বার আমার ট্রাক আটকে দিয়েছে এতে আমার ২টা ফেরী মিস হয়েছে। জানিনা আর কতক্ষণ অপেক্ষা করতে হয়। তরমুজের মৌসুমে মূল সড়কের উপর এই খাম্বা লোড আনলোড করতে গিয়ে তরমুজের ট্রাক আটকিয়ে কৃষকের হাজার হাজার টাকা লোকসান করেছে এই খাম্বার ঠিকাদাররা। এদের কাছে অসহায় কৃষক কিংম্বা ট্রাক ড্রাইভাররাই জিম্মি নয় এই খাম্বা সন্ত্রাসীদের কাছে জিম্মি খোদ প্রশাসনের কর্তা ব্যাক্তিরাও। প্রশাসনের কর্তা ব্যাক্তিদের জন গুরুত্বপূর্ন গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসহায়ের মত। এই খাম্বা সন্ত্রাসীদের হাত থেকে ভোলার একমাত্র জন গুরুত্বপূর্ন সড়কটির ঈঁদে ঘরে ফেরা যাত্রিদের জন্য নিরবিচ্ছিন করে দেব প্রশাসনের কাছে এমনটাই প্রত্যাশা ভোলার মানুষের।