আমজাদ:
নভেল করোনা ভাইরাস যার রুপান্তরিত নাম কোভিড ১৯ এর সংক্রামনে যেখানে সমগ্র বিশ্ব তথা পুরো বাংলাদেশ আতংকে।
তখন দেশের শীর্ষ আলেমদের সম্মিলিত সিদ্ধান্ত নেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং মানুষের ব্যাপক মৃত্যুঝুকি সুরক্ষা আকস্মিক পদক্ষেপ হিসেবে সর্বপ্রকার জমায়েত বন্দের পাশাপাশি মসজিদসমুহে পাচওয়াক্ত নামাজে মুসল্লিদের উপস্তিতি সীমিত ও ক্ষুদ্র পরিসরে রাখা যেতে পারে।
মসজিদের ইমাম মুয়াজ্জিম ও সংশ্লিষ্ট ব্যক্তিগন সুরক্ষা পদ্ধতি অবলম্বনপূর্বক মসজিদে আযানও জামাত যথা সম্বভ বজায় রাখবেন।
কোন মসজিদ বন্ধ থাকবে না। জামাত ও বন্ধ হবে না। তবে মুসল্লিদের উপস্থিতি সীমিত থাকবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ সুরক্ষা পদ্ধতি অবলম্বন করে যথাসম্ভব আযান ও জামাআত চালিয়ে যাবেন।
জনসাধারণ নিজ নিজ ঘরে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে নিবেন।
মহান আল্লাহ আমাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন।