মনজু ইসলাম।। ইউপি নির্বাচনে কাউকে ছাড় দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।এ সময় এসপি সাংবাদিকদের বলেন, পুলিশ কঠোর অবস্থানে থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করার লক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আগামী ১১ নভেম্বর দৌলতখান উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।পুলিশের পক্ষ থেকে যে বার্তাটি দৌলতখান বাসিকে আমরা শতভাগ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো। নির্বাচনে সর্বত্র নিরপেক্ষ অবস্থান থেকে পুলিশের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। আমরা আশ্বস্ত করতে চাই কোন প্রার্থীর পক্ষে কোন অবস্থাতেই পুলিশ পক্ষ অবলম্বন করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,যদি কোন কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ডে গতকাল রাতে একজন মেম্বার প্রার্থী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা সরেজমিনে তদন্ত করতে ভোলা সদর হাসপাতালে এসেছি।আমরা প্রার্থীর সাথে কথা বলেছি। বিষয়টি তদন্ত চলছে, কারো বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলার দৌলতখান উপজেলায় বিষপানে আত্মহত্যার চেষ্টায় মেম্বার প্রার্থী মো.মিলন চৌধুরী কে দেখতে গিয়ে ভোলা সদর হাসপাতালে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এসব কথা বলেন। ৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় পুলিশ সুপারের সাথে ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, ভোলা সদর মডেল থানার (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে মোঃ মিলন। পরিবারের লোকজন উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে মেম্বার প্রার্থী মোঃমিলন চৌধুরী সুস্থ রয়েছেন। পুলিশ সুপারের আস্বাসে তিনি নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার করেছেন ভোটারদের সাথে।