কেবল মাত্র মোত্তাকিদের কোরবানি কবুল হবে – ঈদের খোতবায় নজরুল ইসলাম

এন আল মাসুদঃ
মানুষ পৃথিবীতে যত অপরাধ করে তার পিছনে তিনটি চাহিদা আছে, একটি হলো অর্থের চাহিদা, বিশ্রামের চাহিদা অন্যটি হলো যৌন চাহিদা। আর এই তিনটি চাহিদা নিয়ন্ত্রন করাই হলো মনুষত্বের উপাদান। আর এই চাহিদা গুলো যারা নিয়ন্ত্রন করতে পেরেছে তারাই এই জগতের সাথে সাথে আখেরাতেও সফল হয়েছে। ঈদ উল আযহার খোতবায় মৌলভীর হাট হোসাইনিয়া মডেল ডিগ্রী মাদ্রাসা ময়দানে আজ সকাল ৭টা ৩০ মিনিটে ঈদ উল আজহার প্রথম জামায়াতে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এসব কথা বলেন। এ ছাড়া পবিত্র এই ঈদের শিক্ষা থেকে নিজেদের জীবন গড়ারও তাগিদ দেন আজকের খোতবায়। কোরবানি নিয়ে তিনি বলেন, কেবল মাত্র মোত্তাকিদের কোরবানিই মহান আল্লাহর কাছে কবুল হবে। আর মোত্তাকি হলো তারা যাদের মধ্যে পুরপুরি খোদা ভীতি রয়েছে। অর্থাৎ মহান আল্লাহ যা করতে বলছে তা করা আর যাহা না করতে বলছে তাহা না করাই মোত্তাকি হওয়ার একমাত্র উপায়।
তিনি আরো বলেন, আজ আমরা সামনের কাতারে আছি একসময় এই কাতার গুলোতে যারা বসতেন তার আজ আমাদের মাঝে নেই। আমরাও একদিন তাদের মতই থাকবো না, এসব দেখে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে।
খোতবা শেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

SHARE