মোঃ সোহাগ হোসেন ঃ
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে বরগুনায় অপহৃত সনাতন ধর্মাবলম্বী নবম শ্রেণীর ছাত্রীসহ সময় টিভি বরগুনা প্রতিনিধি এমএ আজিমকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার সকালে তাদের বরগুনা থানায় হস্তান্তর করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক বস্ত্র ব্যবসায়ীর মেয়ে। শনিবার ভোরে ৪টার দিকে মহিপুর থানা পুলিশ পর্যটন এলাকা কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি কে এম মো. তারিকুল ইসলাম।জানাযায় মেয়েকে অপহরণের অভিযোগে গত শুক্রবার রাতে বরগুনায় সদর থানায় বরগুনার সময় টিভির সাংবাদিক আবদুল আজীমসহ শুভ সেন ও ইমরান টিটুর বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর কাকা আশুতোষ সরকার। এ বিষয়ে বরগুনা থানার ওসি কে এম মো. তারিকুল ইসলাম বলেন, সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে শুক্রবার রাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।