কুঞ্জেরহাট পোস্ট-ই কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

 

মাসুদ রানা প্রতিনিধি: ভোলা জেলার দক্ষিণ কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন,লেখক ও সাংবাদিক গাজী মো. তাহেরুল আলম। আরো বক্তব্য রাখেন, ডাক বিভাগ ভোলা অঞ্চলের সহকারী পরিদর্শক মো. মহিউদ্দিন, কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মাহাতাব উদ্দিন,প্রধান শিক্ষক কামাল উদ্দিন, প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগম, মোসারফ,হোসেন হাং, পোস্ট মাষ্টার মো. সামসুদ্দিন রত্তন, পোস্ট-ই সেন্টারের পরিচালক সিরাজুল ইসলাম, শিক্ষার্থী মো. রাসেলুজ্জামান প্রমূখ। শুরুতেই পবিত্র কুরআন হতে তেলোয়াত করেন, শিক্ষার্থী মশিউর রহমান। অনুষ্ঠানে গুণিজন ও শিক্ষানুরাগী ব্যক্তিগণকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয় এবং ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র তুলে দেয়া হয়।উল্লেখ্য, ভোলা জেলার ১০১ টি পোস্ট-ই সেন্টারের মধ্যে কুঞ্জেরহাট ডিজিটাল পোস্ট-ই সেন্টার প্রথমস্থান অর্জন করেছে। এবছর সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইকরাম।

SHARE