মোঃ ইমরান হোসেন মুন্নাঃ-
লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজারে দক্ষিণ পাশে অবস্থিত বাংলাদেশ সরকার কর্তৃক দুইতালা নির্মিত একটি আশ্রয় কেন্দ্র ভবন 10 নাম্বার বিপদ সংকেত থাকা সত্ত্বেও তালাবদ্ধ রহিয়াছে এই বিপদ সংকেতের মধ্যে জনসাধারণ আশ্রয় কেন্দ্রে গিয়ে তালাবদ্ধ পেয়ে ফিরে গেলেন তাদের ঝুঁকিপূর্ণ বাড়িঘরে এলাকাবাসীর দাবি এই 10 নাম্বার বিপদ সংকেত এর মুহূর্তে এই আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় না পাইলে কার জন্য সরকারী কোটি টাকার এ-ই আশ্রয় কেন্দ্র,এই বিষয় প্রসাশনের দৃস্টি কসর কাম্য এলাকা বাসির।