অনলাইন ডেস্ক ঃকাবুলে দফায় দফায় হামলা-বিস্ফোরণে মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। আহত শতাধিক। আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক আইএস আচমকা কাবুল হামলার দায় স্বীকার করেছে। এ অবস্থায় দেশে ফেরানোর সব প্রস্তুতি সত্ত্বেও ১৫ বাংলাদেশির ফেরা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও তারা এখন পর্যন্ত পুরোপুরি নিরাপদ রয়েছেন। তসখন্দ দূতাবাসের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাবুলে আটকে পড়া ওই ১৫ বাংলাদেশির সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীরও বন্দরনগরীতে ফেরার কথা ছিল।জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে তাদের সরিয়ে আনার প্রস্তুতি ছিলো। ফ্লাইট ধরতে তারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অপেক্ষায় ছিলেন। কিন্তু ‘আইএস’-এর হামলায় সব থমকে গেলো। কাবুলে অপেক্ষার প্রহর গুনতে থাকা বাংলাদেশি রাজীব বিন ইসলাম (যিনি দেশটির সবচেয়ে বড় মোবাইল কোম্পানিতে কর্মরত) জানিয়েছেন, তারা সবাই সুস্থ আছেন। তবে কাবুলজুড়ে ভীতিকর এক পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার তাদের ঢাকার উদ্দেশে রওনা করার কথা ছিল। কিন্তু অনুমতি ছিল না বলে বিমানবন্দরে পৌঁছার আগেই তাকে (মাঝপথ থেকে) ফেরত যেতে হয়েছে। কাবুলে আটকা বাংলাদেশিদের উদ্ধার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছিলেন, তাদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। কিন্তু পরিস্থিতি এখনো ঘোলাটে। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থী আফগানিস্তানে ছুটি কাটাতে গিয়েছিলেন। তারা চট্টগ্রামে ফিরতে চান।