ভোলা নিউজ ডেস্কঃ ভয়াবহ হামলার একদিন পর আজ আবার আফগানিস্তানে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ জন্য বৃহস্পতিবার থেকেই তারা উদ্ধার অভিযান জোরালো করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছেন, মার্কিন কমান্ডারদের সতর্ক রাখা হয়েছে। বলা হয়েছে, বিমানবন্দরের দিকে রকেট বা যানবাহন থেকে বোমা ছোড়ার বিষয়ে সতর্ক থাকতে। অনলাইন আল জাজিরা ও বিবিসির খবরে বলা হচ্ছে, আইএসের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপের হামলার একদিন পরে কাবুল বিমানবন্দরে এখন শুধুই রক্তের ছাপ। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।