করনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে সকল যানবাহন চলাচলে ভোলা পৌরসভার জরুরী বিজ্ঞপ্তি

তাইফুর সরোয়ার –
করনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে ভোলা শহরে সকল প্রকার যানবাহনের চলাচলের উপর ভোলা পৌরসভা বিধি নিষেধ আরোপ করেছেন। পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে এই বিধি নিষেধ আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা শহরে সকল যাত্রীবাহী অটো, মাহেন্দ্র, সি এন জি প্রবেশ নিষিদ্ধ থাকবে। কেবলমাত্র রিকশা এবং ইঞ্জিল চালিত রিক্সা একজন যাত্রী নিয়ে শহরে প্রবেশ করতে পারবে। মটর সাইকেলে চালক ব্যতিত কোন যাত্রী বহন করা যাবে না। মালবাহী ট্রলি, ট্রাক, নসিমন, করিমন সন্ধ্যা ৭ টা হতে ভোর ৬ টা পর্যন্ত ভোলা শহরে চলাচল করবে।
সকল চালক এবং যাত্রীকে মাস্ক ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

SHARE