অনলাইন ডেস্ক, ভোলানিউজ.কম,
লন্ডনে অনুষ্ঠিত ২৫তম কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর টেরিজা মে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় ৩টা) লন্ডনের বাকিংহাম প্যালেসে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।
(আল-আমিন এম তাওহীদ ,১৯এপ্রিল,২০১৮ইং)