নিউজ ডেক্স।। ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া বাড়ানো নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা। এরই মধ্যে কিলোমিটারে দূরপাল্লার বাস ৫৮ পয়সা, মহানগরে ৭০ পয়সা ও মিনিবাসে ৮০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।