এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্নিঝড় ‘উম্পুন

মাহিয়ান হিমেল#
এপ্রিল মাসের শেষ বা মে মাসের শুরুতে বঙ্গোপসাগরে হানা দিতে পারে শক্তিশালী ঘূর্নিঝর ‘উম্পুন,এটি কোথায় আছড়ে পারবে, সেই সর্ম্পকে এখনও কিছু জানা যায়নি,’উম্পুন নামটি থাইল্যান্ডের দেওয়া। ঘূর্নিঝড়ের বর্তমান তালিকায় এটাই শেষ নাম।এপ্রিলের শেষের দিকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।সেই নিম্নচাপ ঘুর্নিঝড়ে রুপ নিলে নাম হবে ‘উম্পুন,আন্দমান ও নিকোবারের দ্বীপগুলোতে এই ঝড়ের প্রভাব বেশি পড়বে বলে মন্তব্য করছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল বা মে মাসে হওয়া ঘূর্নিঝড় ভারতীয় মূল ভূখন্ডের দিকে এগিয়ে আসার প্রভনতা কম। ১৮৯১ সাল থেকে এখন পর্যান্ত এপ্রিলের কোনো ঘূর্নিঝড় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আঘাত হানেনি। ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়ছে মাত্র চারটি ঘূর্নিঝড়। বাকি ২৪টি বাংলাদেশ বা মিয়ানমারের ক্ষতি করেছে। মে মাসের প্রথমেই দক্ষিন পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্নিঝড় সৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধীদপ্তর।

SHARE