ভোলা প্রতিনিধি ঃসত্তরের ভয়াল ঘূর্ণিঝড় গোর্কি’র তাণ্ডবে চরফ্যাশনের জনপদ যখন লাশের জনপদে পরিণত হয়।সেই সময় হাজারো লাশ কুড়িয়ে দাফন করেন দখিনের জনপদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুরাবাদ ইউনিয়নের শাহ আলম মিয়া। আজ চরফ্যাশনের হাজারো মানুষের চোখের জলে তারই দাফন সম্পূর্ণ হয়েছে।মঙ্গলবার (২৬ জুন) বেলা ১০টায় চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চৌমুহনী মাদ্রাসার মাঠে জানাজা শেষে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বাবা মো: শাহে আলম মিয়ার দাফন সম্পূর্ণ হয়েছে।এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাশেম মহাজন, বরিশালের সাবেক ছাত্রনেতা মোঃ আলাউদ্দিন, আহাম্মদপুরের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নুরাবাদ এর চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।ভারতের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জুন) রাত ১১টায় মৃত্যুবরণ করেন ভোলার সর্ব দক্ষিন জনপদের এই সমাজ সেবক।বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি
ভোলা নিউজ / টিপু সুলতান