টিপু সুলতানঃ
উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজ তোমরা যারা শিক্ষার্থী আগামী দিনের টেকশই উন্নত বাংলাদেশের নেতৃত্বে তোমাদেরই এগিয়ে আসতে হবে। আর এতে করে সকলকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে হবে।
ভোলার দৌলতখানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় এসব কথা বলেন এ্যডিশনাল পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ। আজ বুধবার সকাল ১১ টায় দৌলতখান উত্তর জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গী ও গুজব দমনে সচেতনতামূলক সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন আইনি দিক নির্দেশনামূলক বক্তব্য ও প্রদান করেন। এ ছাড়া ডেঙ্গু(এডিশ) মশা বিস্তার রোধে করনীয় সম্পর্কে জনসচেতনতা মূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন, দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম, পুলিশের বিভিণ্ন কর্মকর্তা গন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অভিবাবকবৃন্দ।