টিপু সুলতান
ভোলার মেঘনায় শেষদিনে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা অফিসারসহ আহত-৫। ২২ দিনের অপেক্ষা শেষ হচ্ছে আজ মধ্যরাতে ১২ টা থেকে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। আর দীর্ঘ ২২ দিনের অবসর সময় শেষ করে ইলিশ ধরার প্রস্ততি নিচ্ছে ভোলার জেলেরা, এমনটাই দেখা যাচ্ছে জেলে পল্লীতে গিয়ে। ইলিশা ঘাটের জেলে আজাদ মাঝি জানান ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রাত ১২টা,তাই আমরা নৌকা ও জাল নিয়ে প্রস্তত নিচ্ছি ১২টার পর মাছ ধরার জন্য নামবো ইনশাআল্লাহ।
ভোলার নৌ পুলিশের ওসি সুজন পাল জানান আজ রাত ১২টা অভিযান শেষ হচ্ছে,তবে এ বছরের অভিযান অতীতের চেয় সফল৷ হয়েছে বলে জানান তিনি।