ইলিশায় চাঁদা না দেওয়ায় স্বাস্থ্যকর্মীর ওপর পাশবিক নির্যাতন

 

স্টাফ রিপোর্টার।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৫নং ওয়ার্ডে জমিজমা জের নিয়ে এক নারী স্বাস্থ্য কর্মীসহ ৪জন কে পিটিয়ে আহত করেছেন ভুমিদস্যুরা।
আজ শুক্রবার সকালে ইলিশাবাজারস্থ বেপারী বাড়ীতে এই ঘটনা ঘটে।

আহতরা জানান, ইলিশার হাট মস্তু বেপারি বাড়ির মনির, রাজন, মুনসুর, মঞ্জুর,সুমন গংরা এ হামলা চালায়।
পরে স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে আহত শাহিনা আক্তার (বেড নং৬৮) সহ অন্যান্যরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত শাহিনা আক্তার বলেন-“আমি একজন স্বাস্থকর্মী। এই মরনঘাতী করোনার মধ্যে ও সর্বদা মানুষের সেবা দিচ্ছি।নিজের জীবনের নিরাপত্তা নেই অথচ মানুষদেরকে নিয়মিত সেবা প্রদান করছি কিন্তু আজ সেবা দেওয়া মূহুর্তে মনিরসহ তার গংরা মিলে আমাকে ও আমার মা, বোনদেরকে গুরুতর আহত করে।
আহত করার কারন হিসেবে জানতে চাইলে শাহিনা আক্তার ভোলা নিউজকে জানান -“আমার কমিউনিটি ক্লিনিকের অনেক মালামাল চুরি করে নিয়ে যেতো এই সন্ত্রাসীরা। আমি ভয়ে বাধা দিতাম না। তবে বেশ কয়েক মাস আগে আমার ঘর করার সময় এই সন্ত্রাসীরা মোটা অংকে চাঁদা চায়।আমি চাদা দেই নি বলে আজ আমার ঘরে মানুষজন নিয়ে ঢুকে আমার ওপর বর্বর হামলা চালায়”।

তবে এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

SHARE