ষ্টাপ রিপোর্টার।। ভোলা নর্থ-২ এ গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। গতকাল সোমবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ এর নতুন কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জলন করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী। তিনি জানান, ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ইলিশায় নতুন খনন করা এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্বব হবে। তবে আগামী ৭২ ঘন্টার পর আমরা নিশ্চিত হতে পারবো এ কূপে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। এদিকে কূপটি হচ্ছে ভোলা সদর উপজেলার দ্বিতীয় কূপ এবং জেলায় অষ্টম কূপ
ভোলা নিউজ / টিপু সুলতান