ইভিএমের দুই কেন্দ্রে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে নৌকা

অনলাইন ডেস্ক-ভোলানিউজ.কম,

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়া হয়েছে, সেগুলোর মধ্যে দুটির ফল প্রকাশ হয়েছে। আর এতে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের তুলনায় আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম এগিয়ে রয়েছেন।

প্রথম ঘোষিত দুই কেন্দ্রে নৌকা প্রথীকে জাহাঙ্গীর ভোট পেয়েছেন এক হগাজার ২৬৭টি। আর ধানের শীষে হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৫১১ ভোট। অর্থাৎ ইভিএমের দুই কেন্দ্রে বিএনপির তুলনায় আড়াই গুণেরও বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ।

ঘোষিত রাণী বিল‌সিম‌ণি সরকা‌রি বালক উচ্চ বিদ্যালয়ে পুরুষ কেন্দ্রে নৌকা পেয়েছে ৬৫৫ ভোট। আর ধানের শীষে পড়েছে ২৯৫টি।

আর নারী কেন্দ্রে নৌকায় পড়েছে ৬১২ ভোট আর ধানের শীষে পড়েছে ২১৫ ভোট।

মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ৪২৫টি কেন্দ্রে চলে ভোট। অল্প কিছু কেন্দ্রে চারটার পরও ভোটারদের লাইন থাকায় ভোট চলে আরও বেশ কিছু কেন্দ্রে।

যেসব কেন্দ্রে ভোট নেয়া হয়েছে তার মধ্যে ছয়টিতে ভোট চলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

কেন্দ্রগুলো হলো: রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-১৯২৭), রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২০৭৭), চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার ২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় (ভোটার ২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার ২৫৬২) এবং মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার ২৮২৭)।

ইভিএমে ভোট গণনার জন্য ব্যালট গণনার প্রয়োজন নেই। তাই বরাবর এই ফলাফল আগেই পাওয়া যায়।

(আল-আমিন এম তাওহীদ, ২৬জুন-২০১৮ই)

SHARE