ইংল্যান্ডের বড় জয়, ১০৮ বছরের রেকর্ডে ব্রড-অ্যান্ডারসনরা

মোঃইমরানঃ-  

ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে প্রথম টেস্টে হেরেও ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা।
ম্যাচটার নিষ্পত্তি হয়ে যেতে পারতো চতুর্থ দিনেই। বৃষ্টি সেটা নিয়ে যায় পঞ্চম দিনে। সমীকরণটা দাঁড়ায় এমন– সিরিজ নিশ্চিত করতে ৯৫ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেট নিতে হবে ইংল্যান্ডকে। কিন্তু তাদের জয়ের পথটা ফের পিচ্ছিল করে বৃষ্টি। তাই বলে ইংলিশ পেসারদের থামানো যায়নি। দ্বিতীয় সেশনেই জয় নিশ্চিত করে ফেলেন ব্রড-ওকসরা। পঞ্চম দিনে মাত্র ৩১.১ ওভার ব্যাটিং করে ১২৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় জয় উপহার দিয়েছেন ডানহাতি পেসার ক্রিস ওকস। ব্রডের শিকার ৪টি। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২০১৩ সালের পর কোনো টেস্টে ১০ উইকেট নিলেন ব্রড। টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলকও। ৩ ম্যাচের সিরিজে ইংলিশ পেসাররা নিয়েছেন মোট ৫০ উইকেট। ১৯১২ সালের পর প্রথমবার তিন ম্যাচ সিরিজে এমন কৃতিত্ব দেখালেন তারা।
৩৯৯ রানের বড় লক্ষ্য সামনে রেখে ১০/২ নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ পেস আক্রমণের সমানে লক্ষ্যটা পেরোনো অসম্ভবই ছিল। সেক্ষেত্রে পথ একটাই– মাটি কামড়ে উইকেটে পড়ে থেকে ড্র করা। ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা সে দৃঢ়তা দেখাতে ব্যর্থ হলেন।
সকালে এক পশলা বৃষ্টির পর দলীয় ৪৫ রানে ব্রডের ৫০০তম টেস্ট শিকার হয়ে ফেরেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট (১৯)। দ্বিতীয় দফা বৃষ্টির বাগড়ায় খেলা যখন মধ্যাহ্ন বিরতিতে গেল, উইন্ডিজের দলীয় স্কোর তখন ৮৪/৫। শেই হোপ (৩১) ও শামার ব্রুকসকে (২২) সাজঘরে ফিরিয়ে মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন ক্রিস ওকস। দ্বিতীয় সেশনের শুরুতে রান আউটে কাটা পড়ে সফরকারীদের কার্যত হারের মুখে ঠেলে দেন রস্টন চেজ (৭)।
গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেই চাপের মুখে ডাবল সেঞ্চুরি করে দলকে জেতান জেসন হোল্ডার। বীরত্ব গাঁথা হয়নি ম্যানচেস্টারে। ১০০ পেরোনোর আগেই ওকসের এলবির ফাঁদে পড়ে হোল্ডারের (১২) বিদায়। এরপর ওকস একই কায়দায় তুলে নেন শেন ডাওরিচ (৮) ও রাকিম কর্নওয়ালকেও (২)। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট ওকসের। ব্ল্যাকউডকে (২৩) ফিরিয়ে উইন্ডিজ ইনিংসের ইতি টানেন ব্রড।
এর আগে প্রথম ইনিংসে অলি পোপের ৯১, জস বাটলারের ৬৭ ও ররি বার্নসের ৫৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৬৯। কেমার রোচ নেন ৪ উইকেট। জবাবে ১৯৭ রানের গুটিয়ে যায় উইন্ডিজ। ৬ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় ইনিংসে বার্নসের ৯০, ডম সিবলির ৫৬ ও অধিনায়ক জো রুটের ৬৮* রানের ইনিংসে ২২৬/২ তোলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

SHARE