আসহায় পরিবারকে বসতভিটে থেকে উচ্ছেদের হুমকি

 

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে এক আসহায় পরিবারেরকে বসত ভিটে থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এমনই ঘটনা ঘটেছে উপজেলার সুবিদখালী কামার ওয়ালা এলাকায়। এব্যাপারে গত (২৫ অক্টোবর) পটুয়াখালী পুলিশ সুপারের নিকট মাসুদ খান (৪০), খলিল খান(২৮), মেহেদী হাসান(২৪), মিঠুন খান (১৯) ও সাবেক ইউপি মেম্বর নাসির হাওলাদারকে আসামি করে অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবারের শাহিনুর বেগম । অভিযোগ সূত্রে জানাগেছে, আসামীরা শাহিনুরের চাচাতো ভাই ও স্বজন। শাহিনুরের পিতা ফটিক খানের ও চাচা গোলাপ খানের সাথে জমি জমার ভোগদখল নিয়া বিরোধ ছিল। এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ১১ (এগার জন) জন সালিশ বৈঠকে তার বাবা ফটিক খানকে বসতবাড়ী থেকে ০.২২ (বাইশ) শতাংশ জমি মাপিয়া ভোগ দখলে দেন। পরবর্তীতে তার (অভিযোগকারিনী) চাচা গোলাপ খান, তাদের দাদা হানিফ খানের নাল জমি জাল – জালিয়াতী করে সাব কবলা এবং দানপত্র দলিল রেজিঃ করিয়া নেয়। এ ঘটনা প্রকাশ হলে বিগত ১৫.১০. ১৯৬৩ ইং তারিখ চাচা গোলাপ খান কিছু জমি তার দাদাকে ফেরত দিলেও সম্পূর্ন জমি ফেরত দেন নাই। ফেরতকৃত জমিতে বসত বাড়ী নির্মান করে শাহিনুরের বাবা। তার বাবা মারা যাওয়ার পর বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে অভিযুক্তরা। গভীর রাতে ঘরের চালে ইট, পাটকেল নিক্ষেপ করে। ঘরের দরজায় ফাঁকা দিয়া ঘরের মধ্যে রামদা, ছেনা ঢুকাইয়া দিয়ে খুন জখম করার ভয়ভীতি প্রদর্শন করে। সেচ্ছায় বসতবাড়ী ছেড়ে না গেলে খুন জখম করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।নতুন ঘর নির্মানের সামগ্রী আনায়ন করলে, ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন জখমের ভয়ভীতি দেখায়ে কাজ বন্ধ করে দেয় । শাহিনুর বেগম জানান, উচ্ছেদ চেষ্টার এ ঘটনার প্রতিকারের জন্য মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও থানা পুলিশ কর্তৃক কোন ফল না পেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি। বর্তমানে অসুস্থ বৃদ্ধা মাতাকে নিয়ে ৮ ভাই – বোন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। । বাবার রেখে যাওয়া বসতভিটায় ঘর নির্মানকরে নিরাপদে বসবাস করতে পারি তার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। পটুয়াখালী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান বলেন, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে জিজ্ঞেসা বাদের জন্য ডাকা হয়েছে। জিজ্ঞেস বাদ শেষে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

SHARE