নুরউদ্দিন আল মাসুদ। “আল্লাহ যদি একটা ঘর দিতো” এমনই আত্ননাদ অসহায়ত্বের সাথে গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ করলেন বিবি আয়শা(৫৫)। বিবি আয়শার ঘরটি ঘূর্নিঝর ফনীর প্রবল বাতাসের বেগে ২০ই মে ২০২০ ইং তারিখে লন্ডবন্ড হয়ে যায়।পড়ে থাকা ঘরটি তোলার সামর্থ্য নেই তার।তবে এখনো ঘরটি তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন স্বামী আঃ মালেক। কিন্তু অভাবের কারনে বারবারই ব্যর্থ হচ্ছেন -এমনটাই কান্নাঝরা কন্ঠে জানিয়েছেন বিবি আয়শা। বিবি আয়শার ঘর অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে, ভাঙ্গা ঘরের চালগুলো কোনরকম দাড় করিয়ে সেই ঘরের নিচে আদিম যুগের মানুষের মত বসবাস করছেন তারা। এক প্রতিবন্ধী ছেলে,পাঁচ মেয়ে ও বৃদ্ধ স্বামী আঃ মালেক(৬৫) নিয়ে বিবি আয়শার পরিবার।তিনি ভোলা সদর উপজেলার ০২ নং ইলিশা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা। দিন আনতে যার পানতা ফুরায় তার কি ঘর নির্মিত হয়?প্রবল শীতের মধ্যে স্বামী -সন্তান নিয়ে খুব কষ্টের সাথে দূর্বিষহ দিন কাটাচ্ছেন তারা। তবে ঘূর্নিঝর ফনী চলাকালীন সময়ে ০৫ নং ওযার্ডের মেম্বার জনাব লোকমান সেই ঘরটি উত্তোলনের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতিটি আর বাস্তবে পরিনত হয় নি। তাই ভোলার সুযোগ্য জেলা প্রশাসকের কাছে বিবি আয়শার আকুল আবেদন তিনি যেন দয়াকরে একটি ঘরের সুব্যবস্থা করে দেন।