আমার সারা দেহ খেওগো মাটি, তে ই সমর্পণ

 

মনজু ইসলামঃ “আমার সারা দেহ খেওগো মাটি” নিজের কালজয়ী এই গানেই নিজেকে সমর্পণ  করলেন কিংবদন্তি।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের সতীর্থ শফিকুর ইসলাম বাবু।

দেশ বরেণ্য এই শিল্পী দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এন্ড্রু কিশোরের এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছেন। মেয়ে মিনিম এন্ড্রু এবং ছেলে জে এন্ড্রু সপ্তক দেশে ফেরার জন্য রওনা দিয়েছেন বলে জানান শফিকুর ইসলাম বাবু।

গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশ বরেণ্য এই শিল্পী। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার ৯ মাস পর গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।

এই গ্রহনযোগ্য মানুষটির মৃত্যুর খবরে দেশে শোকের ছায়া নেমে আসে। ভোলা নিউজ পরিবারও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

SHARE