আবার সেই চাউল চুরি, চোরা না শোনে ধর্মের কাহিনি

জাভেদ মাহমুদ ফিরোজ ভোলাঃ-

দৌলতখানে প্রশাসনের অভিযানে ও এম এসের ১০ টাকা দামের ৩৫ বস্তা চাল একটি মুদির দোকান থেকে উদ্ধার করেছে দৌলতখান উপজেলার নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান।

প্রাথমিকভাবে ৩৫ বস্তা উদ্ধার করা হয়েছে, এবং কচি সহ দুই আসামি আটক করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে বলে জানান দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা।

দৌলতখান উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকু খান ও একই ইউনিয়ের ০৩নং ওয়ার্ডের মেম্বার মিলন খানের তত্বাবধানে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। চর খলিফার চেয়ারম্যানের কাছে মুঠোফোনে বিষয়টা সম্পর্কে জানতে চাইলে প্রথম পর্যায় কিছু জানিনা বললেও পরবর্তীতে তিনি জানান ও এম এসের কিছু চাল চুরির অভিযোগে কচি নামের একজনের গ্রেপ্তারের খবর শুনেছি। তিনি আরো জানান তার এলাকায় ও এম এসের ডিলার শিপের দায়ীত্ত্বে রয়েছে রিয়াজ খোকন ও সজিব নামের তিনজন। তাদের ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।

অন্যদিকে প্রশাসন কে ম্যানেজ করে আটককৃত দুই আসামিকে ছুটিয়ে নেওয়ার দৌড়ঝাঁপ চলছে বলে অভিযোগ উঠে এসেছে।

SHARE