আলিম দার। পাকিস্তানি আম্পায়ার। তার ছায়ামুক্ত হতেই পারছে না বাংলাদেশ। আইসিসির ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে আলিম দারের বিতর্কিত সিদ্ধান্ত যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
যার সর্বশেষ উদাহরণ বিশ্বকাপে গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচে আলিম দার ছিলেন থার্ড আম্পায়ার। আফগান স্পিনার মুজিব-উর রহমানের বল মোকাবেলা করছিলেন লিটন দাস। লিটনের ক্যাচ ধরেন হজরতুল্লাহ শহিদী। টিভিতে দেখা যায় বল মাটি স্পর্শ করে।
তবে আলিম দার সিদ্ধান্ত দেন আউট।
২রা জুলাই এজবাস্টনে মাঠে নামবে বাংলাদেশ। বিপক্ষ ভারত। সেমির টিকিট কাটতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে ভারতীয় ১১ খেলোয়াড়ের সঙ্গে থার্ড আম্পায়ার আলিম দারকেও মোকাবেলা করতে হবে টাইগারদের।