সংঘাতের শুরুটা হয়েছিল সাবেক পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়ার কথায়। তিনি বলেছিলেন, শহীদ আফ্রিদি ‘চরিত্রহীন’, ‘মিথ্যাবাদী’ ও ‘প্রতারক’। এমনকি তিনি আফ্রিদির বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ও তাঁকে জোর করে ধর্মান্তরিত করতে চাওয়ার অভিযোগও করেছিলেন।
এপ্রিলের শেষ দিকে কানেরিয়ার করা অভিযোগের জবাব আফ্রিদি দিয়েছিলেন মে মাসের শুরুতে। বলেছিলেন সস্তা জনপ্রিয়তা ও অর্থের জন্যই এমন করছেন কানেরিয়া। সাথে জানতে চেয়েছিলেন এসব অভিযোগ কানেরিয়া আগে করেননি কেন? এসময় আফ্রিদি আরও অভিযোগ করেন যে, শত্রু দেশের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে দেশের মান সম্মান নষ্ট করছেন কানেরিয়া।
এবার আফ্রিদির এসব অভিযোগের জবাব টুইটারে দিয়েছেন কানেরিয়া। তিনি টুইটারে বলেছেন, ‘ভারত কখনোই আমাদের শত্রু নয়। আমাদের শত্রু তারাই, যারা দুই দেশের মানুষকে ধর্মের নামে উসকে দেন। আফ্রিদি যদি ভারতকে শত্রুদেশ ভাবেন, তাহলে কেন তিনি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন?’ এমন প্রশ্নও ছিল সেই টুইটে।
আর আগে কেন অভিযোগ করেননি, তার উত্তরে কানেরিয়া বলেছেন অভিযোগ করলে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকিও ছিল সেসময়।
সূত্র: ডব্লিউআইওএন, জিও টিভি