মোঃ আরিয়ান আরিফ।।
মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন হিসেবে আজ ১২ মে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। ১৯৬৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও ১৯৭৪ সাল থেকে সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক মহীয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি সম্মান জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালন করা হয় । এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো : ‘নার্স ইজ আ ভয়েস টু লিড—নার্সিং ইজ দ্য ওয়ার্ল্ড টু হেল্থ’।
আন্তর্জাতিক নার্স দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ৫ হাজার ৫৪ জন নার্স পদায়ন আরো একটি মাইলফলক হয়ে থাকবে। এদিকে নার্স দিবসে সব নার্সকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক নার্স দিবস ২০২০ইং উপলক্ষ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার (বিএনএ) সভাপতি কামাল হোসেন পাটওয়ারী এবং স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজু রহমান নার্সদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।