অানোয়ার পঞ্চায়েত মিলন:
ভোলা নিউজ-০৭.০৫.১৮
ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাশরোমের অধীনের অান্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড(ফুল) পেল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন টি.বি উচ্চ বিদ্যালয় ৷ ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েব সাইটে গতকাল এ ফলাফল প্রকাশ করা হয়৷ জানা যায় যে, এ বছর বাংলাদেশ হতে মোট ১১ টি স্কুল ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ফুল অ্যাওয়ার্ড পায়৷
এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর মোসা. তাসলিমা বেগম জানান যে, এ অ্যাওয়ার্ড পেতে প্রথমে ব্রিটিশ কাউন্সিলের সদস্য হয়ে স্কুল এ্যামবাসেডরের মাধ্যমে বাংলাদেশসহ বহি র্বিশ্বের পছন্দনীয় স্কুলগুলোর সাথে ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে কানেক্টিং ক্লাশরোম সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক প্রজেক্ট নিয়ে শেয়ারিংয়ে অংশগ্রহণ করতে হয় ৷
সন্তোষজনক পারফর্মেন্স ও ফিডব্যাক শেষে প্রথম রাউন্ডে ফাউন্ডেশন ও ইন্টারমিডিয়েট অ্যাওয়ার্ডের জন্য অাবেদন করতে হয় ৷ এ রাউন্ড সন্তোষজনক সমাপ্তি শেষে পুনরায় অাবার কমপক্ষে সাতটি প্রজেক্ট শেয়ারিংয়ের মাধ্যমে ফুল অ্যাওয়ার্ডের জন্য একইভাবে তাদের নিজস্ব ফরমে অাবেদন করতে হয় ৷ পারফর্মেন্স মূল্যায়ণ কমিটি কর্তৃক অনেক যাচাই বাছাই করে ফলাফল প্রকাশ করা হয় ৷
তিনি গত এক বছরেরও বেশি সময় ধরে বর্হিবিশ্বের বিভিন্ন স্কুলের সাথে কানেক্টিং ক্লাশরোম সম্পর্কিত দশটি প্রজেক্ট নিয়ে শেয়ারিংয়ে অংশগ্রহণ করেন ৷ ব্রিটিশ কাউন্সিল তাঁর কাজের যথাযথ মূল্যায়ণ করেছেন বিধায় তিনি অত্যন্ত অানন্দিত হয়েছেন ৷ তিনি তাঁর কাজে পরামর্শ ও সহায়তা করার জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তানভীর আহমেদ, স্কুল এ্যামবাসেডর আশিম আশ্চার্যি শান্ত কে ধন্যবাদ জানান ও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷
এ দিকে গতকাল এ ফলাফল জেনে অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম ( ভি পি) ও ভোলা জেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কো-অর্ডিনেটরসহ সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেরকে অভিনন্দন জানান ৷
জানা যায় যে, মোসা. তাসলিমা বেগম অত্র বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক৷ তিনি ইংরেজি এবং অাইসিটির মাস্টার ট্রেইনার হিসেবে গত ৩ বছর যাবত ভোলা জেলায় দায়িত্ব পালন করছেন৷ তিনি গত ২০১৬ ইং সালে শিক্ষক বাতায়নের সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে নিযুক্ত হোন এবং আই সি টি ফর এডুকেশন ও মুক্তপাঠের ভোলা জেলা এ্যামবাসেডর হিসেবেও কাজ করছেন৷তিনি বাংলাদেশ ছাড়াও ভারতে এবং দ. কোরিয়ায় অাইসিটি বিষয়ে প্রশিক্ষণ নেন৷ অনলাইনে ও দেশে এবং বিদেশে সফলতার সাথে অনেক গুলো কোর্স সম্পন্ন করেন।