শিক্ষা প্রতিনিধি।। ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান ভূঁইয়ার অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।
এর আগে বুধবার ( ২৫ সেপ্টেম্বর ) শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংস্কৃতিক সন্ধা ও ভিবিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করা হয়
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টেক্সটাইল ইনিস্টিউটের পক্ষ থেকে ডাইন শেড ভবনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় সময় অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান তার দীর্ঘ কর্ম জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথিদের চোখও অশ্রুসিক্ত হয়ে উঠে।
নবাগত অদক্ষ্য শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ মাষ্টার।
জুনিয়র ইন্সটেক্টর সরিতোষ কুমার পাল
জুনিয়র ইন্সটেক্টর অব মোঃ শহীদুল ইসলাম
সুপারিনটেন্ডেড সুপারিনটে অব মোঃ রেদওয়ান হোসেন
সহকারী অধ্যাপক মোঃ সেলিম আক্তার
ইঞ্জিনিয়ার বিএডিসি মোঃ ফরিদ-উজ-জামান ভূঁইয়া
জুনিয়র ইন্সটেক্টর জাহাঙ্গীর আলম
ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম
জানা যায় মোঃ সাইদুর রহমান ভূইয়া ২০২০ সালের ১৬ই মার্চ পদন্নোতির মাধ্যমে অধ্যক্ষ হিসেবে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটে সুনামের সাথে যোগদান করেন। গত ২৮ আগষ্ট তিনি অবসরে যান।
এ উপলক্ষে শিক্ষার্থী ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ক্রেস্ট বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী অভিভাবক সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ। পরে অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান